বি, আর ফাউন্ডেশন একটি মানব কল্যাণ সংস্থা। ট্রাষ্ট আইনের অধীনে নিবন্ধিত এই
সংস্থার সাথে জড়িয়ে আছে এক মহিয়ষী নারীর স্মৃতিময় জীবন কথা। তিনি মরহুম তয়মুন নেছা খানম।
মুক্তিযুদ্ধের মহান শহীদ হাজী আবদুর রউফের সহধর্মিনী। লালখান বাজার বাঘঘোনা এলাকার একজন
সম্মানীত মুরুব্বী তিনি।
...আরো পড়ুন
জন্ম বৃহত্তর সিলেট জেলায়। সংসার জীবনে স্বামীর হাত ধরে
চট্টগ্রামে আগমন। বাকি জীবন কেটেছে শহরের বাঘঘোনা এলাকায়।
রেখে গেছেন সন্তান-পরিজন এবং মুখর স্মৃতি ও কিছু আদর্শ।
যা তিনি অর্জন করেছিলেন স্বামীর নিকট থেকে।
হাজী আবদুর রউফ ছিলেন একজন ধর্মপ্রাণ ও মানব হিতোষী মানুষ।
তিনি এলাকায় নিজ বসত গৃহ নির্মাণের পাশাপাশি মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠানসহ
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেন। যা তাকে নিয়ে যায়
এলাকার হত দরিদ্র ও ভাগ্যহত মানুষের আরো কাছে।
ক্ষুধার্তকে অন্ন, আর্তকে সহায়তা, অসুস্থকে চিকিৎসা, নিরাশ্রয়কে আশ্রয় এবং
ব্যথিতকে সমবেদনা জানিয়ে তিনি বাঘঘোনা এলাকায় মানবিকতার যে বিকাশ
ঘটিয়েছিলেন তাঁর আকস্মিক ও অকাল মৃত্যুতে সবই শেষ হয়ে যাবার উপক্রম হয়।
কিন্তু বেগম রউফ তা হতে দেননি। নিজের সংসারে নানা টানাপোড়া সত্ত্বেও তিনি
স্বামীর পতাকা হাতে এগিয়ে যান। কাছে আসতে থাকেন এলাকার মহিলারা। অনেকেই
প্রাণ খুলে তাঁর কাছে বলতে পারলেন নিজ সুবিধা-অসুবিধার কথা। সম্ভাব্য সকল উপায়ে
তাদের সাহায্য করে যেতেন তিনি। এভাবে আমৃত্যু তিনি চালিয়ে যান নীরবে-নিভৃত এক
কল্যাণ প্রচেষ্টা।
কিন্তু তাঁর ইন্তেকালে সৃষ্টি হয় শূণ্যতা। যা অনুভব করতে থাকেন এলাকার ঐসব
মানুষেরা যাদের অন্তরাত্মা কথা বলেনা, গুমরে মরে। কেমন যেন একটা অভাববোধ
আচ্ছন্ন করতে থাকে এমন অনেককে যাদের প্রয়োজন কিছু সাহায্য, কিছুটা সহায়তা
এবং দু’দন্ড স্বস্থি।
সেই সব মানুষের নীরব কান্না যেন সাগর-মহাসাগর পাড়ি দিয়ে পৌছাতে থাকলো সুদূর
আমেরিকার যুক্তরাষ্ট্রে। জনাব ও বেগম রউফের সুযোগ্য সন্তান শামসুল ইসলাম মজনু রয়েছেন সেখানে।
মা-বাবার কথা যখনই মনে পড়েছে, তখনই মনে হয়েছে এলাকার ঐসব মানুষের কথা যাদের অসহায় মুখ আজ যে আরো অসহায়।
কি করা যায়, কেমনে করা যায় এমনি সব ভাবনা-চিন্তায় সময় কেটে যেতে থাকে আর বাড়তে থাকে তাঁর
মানসিক যন্ত্রণা। শেষে বাধ্য হয়ে স্বশরীরে চলে আসেন দেশে। সময়ের সাথে পাল্লা দিয়ে গুছিয়ে নেন সব।
প্রতিষ্ঠিত হয় “বি. আর. ফাউন্ডেশন”। বর্তমান পর্যায়ে সীমিত সম্পদ নিয়ে যাত্রা শুরু করেছে বি. আর. ফাউন্ডেশন।
ছোট্ট একটি সেবা পরিচালিত হবে এই পর্যায়ে। সামনে বিশাল স্বপ্নের পাহাড়।
B R Foundation is a humanitarian organization. Under the Trust Act,
registered are associated with this organization,
the memorable life story of a noble woman.
She was Late Taimun Nesa Khanom who is Wife of another Noble Man
Sahid Alhaj Mohammad Abdur Rauf who was Kidnap by Pakistani Army during
the Liberation war of Bangladesh in 1971. He was a respected person in
Lalkhan Bazar area....Read more
Begum Rauf (Taimun Nesa Khanom) born in greater Sylhet.
Arriving in Chittagong holding her husband's hand in family life,
she spent the rest of her life in Bagghona, Lalkhan bazar area
of the Chittagong city. Left behind children and families and
some ideals, which she acquired from her husband.
Late Abdur Rauf was a Pious and philanthropic person.
He played a leading role in various social activities including
mosque and madrasa institutions in addition to building his
own residence in the area, which leads him closer to the poor
and unfortunate people of the area.
Food to the hungry, Help the poor, Treatment of illness,
Refuge to the helpless, sympathizing with the outsiders,
the development of humanity he made in the Bagghona area,
his sudden and untimely death all came to an end.
But Begum Rauf did not let that happen. Despite the poverty of her
family, she goes ahead with husband's flag. The women of the
area kept coming, many were able to open their hearts and tell
her about their advantages and disadvantages in their life.
She would help them in every possible way, thus till death she
quietly continued a welfare effort
But her death created an emptiness. What the people of the area continue to feel, whose inner soul does not speak and dies. A sense of neediness seems to haunt many who need some help a bit of help and relief.
The silent cries of those people crossed the ocean and reached far away in the United States of America. Shamsul Islam Maznu, the privileged child of Mr. and Begum Rauf is there. Whenever he thinks about his parents, he thinks about those people in the area whose happiness is more helpless.
But time passed by thinking about what to do and how to do it and his mental pain increased. In the end, he was forced to return to the country. Arranged everything with time Established BR Foundation. BR Foundation has started its journey with limited resources at this stage, A small service center should be known at this stage. Big dream mountain ahead.