“আর্ত মানবতার সেবায়”
BR FOUNDATION
“বেগম রউফ ফাউন্ডেশন”
B R Foundation is a humanitarian organization. Under the Trust Act, registered are associated with this organization,
the memorable life story of a noble woman. She was Late Taimun Nesa Khanom who is Wife of another Noble Man Sahid Alhaj
Mohammad Abdur Rauf who was Kidnap by Pakistani Army during the Liberation war of Bangladesh in 1971.He was a respected
person in Lalkhan Bazar area.
বি আর ফাউন্ডেশন একটি অলাভজনক বেসরকারী মানবিক কল্যাণ সংস্থা। ট্রাস্ট আইনের অধীনে নিবন্ধিত এই সংস্থার সাথে জড়িয়ে আছে একজন মহীয়সী নারীর স্মৃতিময়
জীবন কাহিনী। তিনি ছিলেন মরহুম তয়মুন নেছা খানম যিনি অন্য একজন সমাজ হিতৌসি ব্যক্তি শহীদ আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফের স্ত্রী।
উল্লেখ্য শহীদ আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী কর্তৃক অপহৃত/নিহত হন এবং তার মৃত দেহাবশেষ আর ফিরে পাওয়া যায় নি।
তিনি লালখান বাজার এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন।
Ongoing Activities
চলমান কার্যক্রম
Every day, the necessary medical treatment are given to the patients by the experienced doctor.
Annual Eye Camp, (Necessary steps are taken for better treatment of selected eye patients.)
Distribution of improved food to selected needy families every Ramadan to celebrate Eid in style.
-
প্রত্যেক দিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেয়া হয়।
-
বার্ষিক চক্ষু ক্যাম্প (বাছাইকৃত চক্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় হয়)।
-
প্রতি রমজানে নির্বাচিত অভাবগ্রস্থ পরিবারের জন্য উন্নত খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়, যেন তারা সুন্দরভাবে রোজা ও ঈদ উদযাপন করতে পারে।
Upcoming Activities
আগামী কার্যক্রম
-
Dispensing necessary medicines to its patients every day.
-
Scheme of examination for advanced medicine.
-
Arrange advanced (specialized) treatment according to the needs of selected patients.
-
Conducting Physiotherapy to selected elderly patients on a daily basis.
-
প্রত্যেক দিনের রোগীদের প্রয়োজনীয় ঔষধ বিতরণ।
-
উন্নত চিকিৎসার জন্য পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা।
-
নির্বাচিত রোগীদের প্রয়োজন মোতাবেক উন্নত (বিশেষায়িত) চিকিৎসার ব্যবস্থা করা।
-
প্রত্যেক দিনের নির্বাচিত বয়স্ক রোগীদের ফিজিও থেরাপির ব্যবস্থা করা।
Additional Activities
অতিরিক্ত কার্যক্রম
-
Talented children of low-income family members To assist those who have no means so that they are not deprived of better
education.
-
To give full support to the selected youth in vocational training so that they can stand tall in the society
-
স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মেধাবী সন্তান যারা উপায়হীন তাদের সহযোগিতা করা, যেন তারা উন্নত শিক্ষা থেকে বঞ্চিত না হয়।
-
বাছাইকৃত যুবকদের ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা যাতে করে তারা সমাজে মাথা উচু করে দাড়াঁতে পারে।